গাজীপুরের জাঙ্গালিয়া পাড়ায় জমিরের সুদের জাল!

আলোকিত প্রতিবেদক : তার হাঁটুর ওপর থেকে দুই পা নেই। চলাফেরা করেন হাতচালিত ভ্যানে। দেখলে মনে হবে যেন ভিক্ষাবৃত্তি।

গাজীপুর মহানগরীর ২২ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া পাড়ায় তাকে দেখে আলোকিত নিউজ টিমের কৌতূহল জাগে।

খোঁজ নিয়ে জানা গেল, তিনি জমির আলী। বাজারের একটু উত্তর-পশ্চিম কোণে তার বাড়ি। আগে গাঁজা ও হেরোইনের ব্যবসা করতেন। এখন করেন চড়া সুদের ব্যবসা।

এলাকাবাসী জানান, জমির আলী অত্যন্ত লোভী প্রকৃতির। তিনি মাকে লাথি মেরে পচন রোগে পঙ্গু হন। তার সুদের ব্যবসা চলছে ছয়-সাত বছর ধরে। মাসে লাখপ্রতি সুদ নেন ১৫-২০ হাজার টাকা।

জমির আলী সুদের ব্যবসা করে লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। ইতিমধ্যে তিন গন্ডা জমি কিনে আরেকটি পাকা বাড়ি করেছেন। রুম ১০টি। তার আগের বাড়ি বনের জায়গায়। রুম ১৬টি।

জমির আলীর সাথে সুদের টাকা নিয়ে মাঝে-মধ্যে গ্রহীতাদের ঝগড়া হয়। কারও কারও সালিশ কাউন্সিলরের অফিসে গড়ায়। স্থানীয় আবুল হাসেমকে তিনি পুলিশ দিয়ে ধরিয়ে জয়দেবপুর থানায়ও নেন।

একাধিক ভুক্তভোগী জানান, তারা বিপদে পড়ে সুদে টাকা নিয়েছেন। জমির আলী পঙ্গু বলে কেউ কিছু বলেন না। তিনি খালি স্ট্যাম্পেও স্বাক্ষর রাখেন।

এ ব্যাপারে জমির আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ১০ লাখ টাকা বাজারে আছে। লাখে সুদ নিই ১০-১৫ হাজার টাকা। বৈধ-অবৈধ সবই আমার জন্য হালাল।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker