গাজীপুরের ভবানীপুরে বনের জমি গিলছে লীরা গ্রুপ!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভবানীপুরে বনের মূল্যবান জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে লীরা গ্রুপ।

ঘটনাটি প্রকাশ্যে ঘটলেও স্থানীয় বন কর্মকর্তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না।

সরেজমিনে জানা যায়, জেলা সদরের ভবানীপুর বাজার হয়ে পশ্চিম দিকে স্কুল রোড। এই রোড দিয়ে সামনে এগোলে দক্ষিণ পাশে লীরা ডোরস লিমিটেড। কারখানার দক্ষিণ দিক দিয়ে বনের জমি টিনের বেড়ায় ঢেকে নির্মাণ কাজ চলছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বনের ১২৫০ নং দাগের ওই জমি আগে ইমাম হাজির দখলে ছিল। জমির পরিমাণ প্রায় ২৬ শতাংশ। সম্প্রতি লীরা গ্রুপ সমঝোতা করে তা দখলে নেয়।

এ ব্যাপারে কারখানার ম্যানেজারের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি অন্য একজনকে দিয়ে ফোন করান।

ওই ব্যক্তি আলোকিত নিউজকে বলেন, বনের জমি দখল করলে আপনার সমস্যা কী। আমাদের এমডি স্যার সবাইকে ম্যানেজ করে কাজ করছেন। আপনি ভবানীপুর বাজারে এসে দেখা করেন।

পরে তার প্রস্তাবে রাজি না হলে তিনি আজেবাজে কথা বলা শুরু করেন।

বিষয়টি রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা শাহ মোহাম্মদ হোসেনকে জানালে তিনি অবসরে চলে যাওয়ার সময় হওয়ায় সিরিয়াস কিছু করতে পারছেন না বলে জানান।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker