গাজীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার রাতে নগরীর উত্তর ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম (২৫) মুন্সিপাড়া এলাকার মো. ওয়াসিমের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এ সময় ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গাজীপুর সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মাকসুদুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Back to top button