সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে : কাপাসিয়ায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব বিষয়ে সংস্কার করা প্রয়োজন, এসব সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে। এ জন্য একটা যৌক্তিক সময় বর্তমান সরকার নিতে পারে।

তিনি বলেন, যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে নেবে। যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে, ততই দেশের মঙ্গল হবে।

শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল। ক্ষমতাকে ধরে রাখার জন্য প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুকে কুক্ষিগত করে রেখেছিল।

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা বলেছিলেন, আমি অমুকের মেয়ে, আমি পালাতে জানি না। কিন্তু এ শেখ হাসিনাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো সংকট কাটেনি।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে রাখা হয়েছে। তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি। সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, হান্নান শাহ সৈনিক ছিলেন, কিন্তু মনে-প্রাণে ছিলেন গণতন্ত্রী। তিনি অত্যন্ত সৎ, দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পেরার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, হান্নান শাহর ছেলে ও উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা শেফাউল হক প্রমুখ।

আরও খবর

Back to top button