ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, চালকসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

সোমবার বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজ এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, ট্রাকটি রেললাইনে উঠে পড়েছিল। তখন ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় ট্রাকচালক সজীব (৩৫) ও ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থাকা তিন যাত্রী মারা যান।

এ ঘটনায় আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ঠিকানা জানার চেষ্টা চলছে।

আরও খবর

Back to top button