গাজীপুরে হাসনাতের ওপর হামলা মামলার বাদীর চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার বাদী খন্দকার আল আমিনের চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

সদর উপজেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ‘ছাত্র সমাজ ও এলাকাবাসীর’ ব্যানারে গত শুক্রবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় ৪০০ মানুষ যোগ দেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ৪ মে সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়। এ ঘটনায় বাসন থানায় একটি মামলা করা হয়। মামলাটির বাদী বেগমপুর হোতাপাড়া এলাকার মৃত খন্দকার ইউনুছ আলীর ছেলে খন্দকার আল আমিন। তিনি মাদকসেবী হিসেবে পরিচিত। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ।

কাতলামারা এলাকার আবদুল্লাহ আল মামুন রাজিব বলেন, আমরা সাধারণ মানুষ। কোন দলের রাজনীতি করি না। ওই মামলায় আমাকেও আসামি করা হয়েছে। বাদী আল আমিন ও তার লোকজন ১৬ জনের কাছ থেকে নাম কাটা ও জামিনের কথা বলে ২২ লাখ টাকা আদায় করেছেন। মামলা দিয়ে এমন বাণিজ্য আর কত দিন চলবে?

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান তুহিন বলেন, আল আমিনের বিরুদ্ধে যে মুখ খুলবে, তার জন্যই মামলা প্রস্তুত। ভয়ভীতি, সন্ত্রাস, মাদক-এই চক্র গাজীপুরকে জিম্মি করে রেখেছে।

সঞ্চালক শরিফুল ইসলাম বলেন, এই আন্দোলন কোন দলীয় কর্মসূচি নয়। এটি এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। প্রতিটি নিরীহ মানুষের পাশে আছি আমরা।

মানববন্ধনের সভাপতি সুজন শেখ বলেন, আজ যারা মিছিলে আছে, তারা কোন দলের লোক না, এলাকার ভুক্তভোগী। মামলা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ হয়ে আসছে।

প্রতিবাদকারীরা আরও বলেন, হাসনাত আবদুল্লাহর ওপর হামলায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু পুলিশ যাতে অতি উৎসাহী হয়ে নিরপরাধ কাউকে হয়রানি না করে। যারা ঘটনার সঙ্গে জড়িত নয়, তাদেরকে যেন দ্রুত অব্যাহতি দেওয়া হয়।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker