গাজীপুরে বনের গাছ কেটে টানা বিদ্যুৎ লাইন অপসারণ হচ্ছে

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুরে সংরক্ষিত গজারি বনের গাছ কেটে টানা বিদ্যুতের লাইন অপসারণ করা হচ্ছে।

বিষয়টির ওপর গত ১১ মার্চ আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি বন বিভাগের নজরে আসলে প্রধান বন সংরক্ষক (সিসিএফ) সফিউল আলম চৌধুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জহির উদ্দিন আকন্দের নির্দেশে রাজেন্দ্রপুর পশ্চিম বিটের দুজন বনপ্রহরীকে বদলি করা হয়।

এ ছাড়া গাছ কাটার ঘটনায় একটি মামলা করেছে রাজেন্দ্রপুর পশ্চিম বিট। আরেকটি মামলা করছে বাউপাড়া বিট।

একই সাথে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের প্রকৌশলীরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাউপাড়া বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বিষয়টি আলোকিত নিউজকে নিশ্চিত করেন।

ঘটনা যা :

রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার কাপাসিয়া রোডের উত্তর পাশে ঘন গজারি বনের ভেতর দিয়ে ১১টি খুঁটি দিয়ে বিদ্যুতের নতুন লাইন টানা হয়েছে।

এর মধ্যে রক্ষিতপাড়া এলাকার দিকে যেতে নয়টি খুঁটি বসাতে গিয়ে অন্তত ৩৬টি গাছের আগা-ডালা ও কয়েকটি বড় গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।

বনের ভেতর থেকে ১৬-১৭ পিস গাছও উদ্ধার করেছে বিট অফিস।

নয় খুঁটির লাইনটি টেনেছেন ক্যান্টনমেন্ট এলাকার ব্যবসায়ী আসাদসহ ৩০ জন। আর দুই খুঁটির লাইন টেনেছেন মিন্টু ও মাহবুবসহ পাঁচজন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker