গাজীপুরে মিথ্যা অভিযোগে বনপ্রহরীকে বিট কর্মকর্তার হয়রানি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে এক বনপ্রহরীকে মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাইদুর রহমান বর্তমানে ভাওয়াল জাতীয় উদ্যানের রজনীগন্ধায় কর্মরত।

সরেজমিনে জানা যায়, রজনীগন্ধা এলাকায় ছোট একটি শিশু পার্ক রয়েছে। সেখানে থাকা উপকরণের মধ্যে দোলনা ১৬টি, পিচ্ছিল মই ১২টি, ঢেঁকি কল ২০টি ও চরকি চারটি।

এখানকার দায়িত্বপ্রাপ্ত বনপ্রহরী সাইদুর রহমান কয়েক মাস পর অবসরে যাবেন। ইতিমধ্যে কর্তৃপক্ষ তাকে একই রেঞ্জের বাউপাড়া বিটে বদলি করে।

পরে তিনি বাউপাড়া বিটে যোগদানের প্রস্তুতি নেন। কিন্তু বাধ সাধেন পার্ক বিট কর্মকর্তা মনিরুল ইসলাম।

তিনি সাইদুর রহমানের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তার কাছে আটটি মই চুরির অভিযোগ তুলেন।

সাইদুর রহমান বলেন, ১২টি মইয়ের সবগুলো সঠিক অবস্থায় আছে। ২০টি মই কখনো ছিল না।

এদিকে ডিএফও জহির উদ্দিন আকন ওই অভিযোগটি ফেরত পাঠিয়েছেন। এরপরও সাইদুর রহমানকে রিলিজ দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে বিট কর্মকর্তা মনিরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি আলোকিত নিউজকে বলেন, আমি মই চুরির বিষয়টি ১০০ ভাগ নিশ্চিত নই। তবে তদন্ত চলছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker