কাজে ধীরগতি : গাজীপুরের বাংলাবাজার রাস্তা যেন কাদার ভাগাড়!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ২২ নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার রাস্তাটির বেহাল দশা এখন চরমে।

ওয়ার্ডবাসীর এই প্রধান রাস্তাটি কাদা ও খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ফলে এলাকাবাসী ও অর্ধশত শিল্প প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিককে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। একটু বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায়। রিকশা-অটোসহ মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান উল্টে যানজটের সৃষ্টি হয়।

ছবি : সাইফুল ইসলাম
ছবি : সাইফুল ইসলাম

সিটি করপোরেশনের সূত্র জানায়, রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে বাংলাবাজার হয়ে ভীমবাজার পর্যন্ত রাস্তার কার্পেটিং ও ড্রেন লাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয় গত ৮ মে। জিসিসির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এর উদ্বোধন করেন। এতে ব্যয় ধরা হয় ১১ কোটি ৪৫ লাখ টাকা।

এরপর প্রথমে ড্রেন লাইন নির্মাণ কাজ শুরু হয়। কাজ চলে ধীরগতিতে। প্রায় ছয় মাসেও এর কাজ শেষ হয়নি।

এলাকাবাসী অভিযোগ করেন, কাজ পরিকল্পিতভাবে না হওয়ায় আজকের এই দুরবস্থা। ড্রেনের মাটি রাস্তায় গড়িয়ে দুর্ভোগ বাড়ছে। এতে জনসাধারণ স্থানীয় কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ হচ্ছেন।

এ ব্যাপারে কাউন্সিলর ছবদের হাসান আলোকিত নিউজকে বলেন, কাজের গতি কম। আমরা দুই ঠিকাদারকে তাগাদা দিয়েছি। তারা ঈদের পর কাজ দ্রুত করার কথা বলেছে। এখন দেখি কী করে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker