কাপাসিয়ায় এসআইসহ দুজনের মাথা ফাটালো মাদক ব্যবসায়ীরা!
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এসআইসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর এলাকায় বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলাম (৫০) ও বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)।
এসআই মনিরুল ইসলাম জানান, তারা মাদক মামলার আসামি আল আমিনকে গ্রেফতার করতে গেলে আসামি ও তার পরিবারের লোকজন হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে তাদের মাথা ফেটে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটটি সেলাই দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ কাজ করছে।