গাজীপুরের গজারিয়া পাড়ায় বিশেষজ্ঞ সেজে ভুয়া ডাক্তারের বাহাদুরি!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ২২ নং ওয়ার্ডের গজারিয়া পাড়ার গাজী মার্কেটে ভুয়া ডাক্তার বাহাদুরের প্রতারণা অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, গাজী মার্কেটে রাস্তার পাশে ইসমাইল হোসেন মোল্লা ওরফে বাহাদুরের বড় ফার্মেসি ও চেম্বার। নাম স্কয়ার মেডিসিন সেন্টার। বড় সাইনবোর্ডে নামের আগে ডাক্তার। নিচে ডিগ্রি হিসেবে ডিএএমএস, ডিএমএস ও ডিএমটি।

সাথে চর্ম, যৌন, এলার্জি, ডায়াবেটিস, লিভার, নাক, কান, গলা এবং মা ও শিশুরোগসহ সর্বরোগের বিশেষজ্ঞের বিশেষণ।

এ ছাড়া প্রধান কার্যালয় হিসেবে রয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাছিমপুর গ্রামের মোল্লাবাড়ির ঠিকানা।

আলোচিত বাহাদুর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখেন। বাসা চেম্বারের পেছনেই। তার কাছে বিশেষ করে আশপাশের শিল্প কারখানার শ্রমিক পরিবার বেশি আসে। ফি নেন ২০০-৩০০ টাকা।

এখানে তার ব্যবসা চলছে ১০ বছর ধরে। তিনি বিভিন্ন ওষুধের দাম কৌশলে বেশি নেন বলে অভিযোগ। তার ফার্মেসির ড্রাগ লাইসেন্সও নেই।

এ ব্যাপারে অভিযুক্ত বাহাদুরের কাছে জানতে চাইলে তিনি ডিপ্লোমা ও আয়ুর্বেদিক কোর্স করেছেন বলে জানান।

অথচ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের আইন অনুযায়ী, এমবিবিএস ব্যতীত ওইসব কোর্স করে ডাক্তার শব্দ ব্যবহার ও প্রেসক্রিপশন করা দন্ডনীয় অপরাধ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker