গাজীপুরে অটোচালক রাসেল হত্যাকাণ্ডে গ্রেফতার ২
মেহেদী হাসান সবুজ : গাজীপুরে অটোরিকশা চালক রাসেল হত্যাকাণ্ডে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সাব্বির হোসেন সুজন ও সবুজ মিয়া। অভিযানে নিহতের অটোরিকশার সরঞ্জামও উদ্ধার হয়েছে।
নিখোঁজের এক দিন পর গত ১৫ ফেব্রুয়ারি সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকার গজারি বনের ভেতর থেকে রাসেল বেপারীর (১২) লাশ উদ্ধার করা হয়।
নিহত রাসেল রুদ্রপুর মধ্যপাড়া এলাকার মৃত আবদুল কাদির বেপারীর ছেলে। সে হোতাপাড়া ও আরপি গেট এলাকায় অটোরিকশা চালাতো।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।