উত্তরার আরএমসি হাসপাতালের জাহিদ এখন দালাল চক্রের গডফাদার!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গী হাসপাতাল দালাল চক্রের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

হাসপাতাল দুটিতে জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন বিনামূল্যে সেবা নিতে আসেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত রোগীদের উপচেপড়া ভিড় চোখে পড়ে।

এই সুযোগে টঙ্গী ও উত্তরায় গড়ে উঠেছে কয়েকটি নামধারী প্রাইভেট হাসপাতাল।

এগুলোতে চিকিৎসার নামে অপচিকিৎসা ও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

হাসপাতালের মালিক ও ম্যানেজাররা কমিশনের বিনিময়ে দালাল নিয়োগ করে সরকারি হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিচ্ছেন।

তাদেরকে হাসপাতালের কিছু কর্মকর্তা ও কর্মচারী টাকার লোভে সহযোগিতা করছেন বলে অভিযোগ।

প্রশাসন কয়েকবার অভিযান পরিচালনা করলেও চক্রটির দৌরাত্ম্য থামছে না।

খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীর স্টেশন রোড এলাকার ফাতেমা বড় দালাল। তিনি টঙ্গী জেনারেল হাসপাতাল, আবেদা মেমোরিয়াল হাসপাতাল, সেবা হাসপাতাল, তুরাগ জেনারেল হাসপাতাল, নিউ লাইফ হাসপাতাল ও উত্তরার আরএমসি হাসপাতালে রোগী সরবরাহ করেন।

আর দালালদের মধ্যে লম্বা চুলের জাহিদুর রহমান নিজেকে আরএমসি হাসপাতালের সিইও পরিচয় দেন।

হাসপাতালটিতে চিকিৎসার নামে প্রতারণা ও অবৈধভাবে আইসিইউ পরিচালনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একাধিক দালালের সাথে কথা বলে জানা যায়, ওই জাহিদ দালাল চক্রের কথিত গডফাদার। তাকে রোগী দিলে কমিশন বেশি পাওয়া যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররাও রোগী সরবরাহ করে।

ওয়াকিবহাল সূত্র জানায়, আলোচিত জাহিদ আগে শিবিরের সাথে জড়িত ছিলেন। তখন তিনি পুলিশের হাতে একাধিকবার ধরাও পড়েন। রোগীদের জিম্মি করে তার বাণিজ্য এখন রমরমা।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker