জয়দেবপুর মুরগি বাজারে ওজনে ব্যাপক কারচুপি!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর জয়দেবপুর মুরগি বাজারে ওজনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে।

প্রশাসনের তদারকির অভাবে অনিয়মের আশ্রয় নিয়ে দীর্ঘদিন ধরে ক্রেতাদের ঠকাচ্ছেন কিছু ব্যবসায়ী।

সরেজমিনে জানা যায়, জয়দেবপুর মুরগি বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী আকমল হোসেন সরকার। তার দোকানের নাম সরকার পোলট্রি কমপ্লেক্স। বড় পরিসরে কর্মচারী ১৪-১৫ জন।

দোকানটিতে পাইকারি বেচাকেনা বেশি। দৈনিক অন্তত দেড় হাজার থেকে দুই হাজার কেজি মুরগি বিক্রি হয়। কৌশলে চলে কারচুপি।

শিমুলতলী এলাকার পলাশ মল্লিক আলোকিত নিউজকে জানান, তিনি বিয়ের অনুষ্ঠানের জন্য গত ৮ অক্টোবর রাতে ১২০ কেজি ব্রয়লার ও কক মুরগির অর্ডার দেন। পরদিন সকালে আসেন মুরগি নিতে। মুরগি প্রক্রিয়াজাত করার ফাঁকে তিনি বাজার থেকে দুই কেজি আলু কিনেন।

দোকানে এসে ওজন যন্ত্রের বাটন দেখে তার সন্দেহ হয়। এক কর্মচারীকে আলু মাপতে বললে ওজন দাঁড়ায় দুই কেজি ৪০০ গ্রাম। পরে তিনি মুরগিগুলো আবার মাপতে বললে তারা আপত্তি দেন।

এক পর্যায়ে তার কাছে মুরগি বিক্রি করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। পরে ঘটনাটি মোবাইলে বাজার কর্মকর্তাসহ কয়েকজনকে জানালে সুর নরম করেন ম্যানেজার খোকন।

পলাশ মল্লিক আরও জানান, প্রতি কেজিতে ২০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছিল। পরে ওজন ঠিক করায় ২৪ কেজি মুরগি বেশি পেয়েছেন তিনি।

জানতে চাইলে ম্যানেজার খোকন আলোকিত নিউজকে বলেন, বাটনে সমস্যা হতে পারে। আমাদের মালিক মুরগি বাজারের প্রথম ব্যবসায়ী।

এ ব্যাপারে বাজার কর্মকর্তা আবদুস ছালাম আলোকিত নিউজকে বলেন, পলাশ মল্লিক আমাকে ঘটনাটি জানিয়েছেন। অভিযোগ তো মৌখিক। এডিএমের সাথে কথা বলতে হবে।

শনিবার বিকেলে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে মোবাইলে জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker