গাজীপুরে ৮ মাসের শিশু ধর্ষিত : আপোসের পাঁয়তারা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে আট মাসের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

মহানগরীর ২২ নং ওয়ার্ডের দক্ষিণ গজারিয়া পাড়ায় চরম জঘন্য এই ঘটনাটি ঘটে।

সরেজমিনে জানা যায়, দক্ষিণ গজারিয়া পাড়ার হজু মুন্সির বাড়ির ভাড়াটিয়া ওই শিশুর বাবা বাংলাবাজার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। বুধবার সকালে পাশের বাড়ির আবদুল মজিদের ছেলে সেলিম হোসেন (৩০) শিশুটিকে কোলে নিয়ে তার ঘরে চলে যান। পরে শিশুর কান্না শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডের কর্তব্যরত নার্স আলোকিত নিউজকে জানান, ওই শিশুটিকে বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হয়। তাকে ধর্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, ধর্ষক সেলিম দুই সন্তানের জনক। ঘটনাটি আপোসের জোর চেষ্টা চলছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker