কাপাসিয়ায় আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী ও সমর্থক গ্রেফতার
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি মেম্বার মেহেদী হাসান, ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ও ইউপি মেম্বার মকবুল হোসেন মুকুল, বানারহাওলা গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে শাহাদাত হোসেন, রাউৎকোনা গ্রামের নূরুল ইসলামের ছেলে সারোয়ার হোসেন, রায়েদ গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ফয়সাল আমিন রুহুল, দরদরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে মাহফুজ আহমেদ মিলন, সিংহশ্রীর নয়ানগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শরীফ, কপালেশ্বর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বোরহান, টোকের কেন্দুয়াব গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে সাহাব উদ্দিন, সুলতানপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে বোরহান উদ্দিন, টোকনগর গ্রামের শফিকুর রহমানের ছেলে সেলিম হোসেন এবং ঘোষেরকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে রোহান মাহমুদ রাজীব।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, প্রথম দিনের অভিযানে আওয়ামী লীগের ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।