গাজীপুরে ফ্ল্যাট থেকে দুই শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ভাড়া ফ্ল্যাট থেকে দুই শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর কাশিমপুর থানার মাধবপুর এলাকার রেজাউল করিমের বাড়ির চার তলা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) ও ভোলা সদর উপজেলার চরভেদুরা এলাকার জাফর আলীর ছেলে আবু সুফিয়ান (২৪)।
স্থানীয়রা জানান, ওই দুজন একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। তারা কাজে না যাওয়ায় কারখানার মালিক বাড়ির কেয়ারটেকার বকুলকে ফোন করে খোঁজ নিতে বলেন। পরে বকুল রাত ১১টার দিকে ফ্ল্যাটে গিয়ে তাদের গলাকাটা লাশ দেখতে পান।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।