দূষণ : গাজীপুরের বোরাক ওয়াশিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার বোরাক ওয়াশিং কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

আলোকিত নিউজ ডটকমে গত ৫ সেপ্টেম্বর ‘গাজীপুরে কারখানার দূষিত পানি ও শব্দ দূষণে মোগরখালবাসী অতিষ্ঠ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে তোলপাড়। টনক নড়ে পরিবেশ অধিদপ্তরের।

action

পরে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী প্রতিবেদনটি সরেজমিনে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিষয়টি পরিবেশ অধিদপ্তর থেকে আলোকিত নিউজের সম্পাদককে অনুলিপি দিয়েও অবহিত করা হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোনিয়া সুলতানা আলোকিত নিউজকে বলেন, ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা আপনাকে অবহিত করব।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker