মিনিকেট বলে কোন চাল নেই, মিল গেটে রেট লিখতে হবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রাইস মিল মালিকদের উদ্দেশে বলেছেন, খাদ্য মন্ত্রণালয় থেকে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। মিনিকেট বলে কোন চাল নেই।

তিনি বলেন, আপনি মিনিকেট বলে কোন চাল বিক্রি করতে পারবেন না। বস্তার গায়ে ধানের জাত উল্লেখ করতে হবে।

মন্ত্রী বলেন, মিল গেটে চালের রেট লিখতে হবে, উৎপাদনের তারিখ লিখতে হবে। আর ছাঁটাই কমাতে হবে।

রবিবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ বিষয়ে এক মতবিনিময় সভায় সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, এতগুলো মিলের মধ্যে সিন্ডিকেট আছে, সেটা আমি বিশ্বাস করি না। তবে সে রকম প্রবণতা আছে। যদি বলেন কুষ্টিয়ার দুইজন, চাঁপাইয়ের একজন বা দুইজন, নওগাঁর দুইজন, দিনাজপুরের দুই থেকে তিনজন, ঝিনাইদহের আছে দুইজন।

তারা নিজেদের মধ্যে মেসেজ চালাচালি করে যে আজ এই দরে বিক্রি করব, আর এই দামে ধান কিনব। যখন একটা শিয়াল ডাক দেয়, তখন সব শিয়াল এক সঙ্গে ডাক দেয়।

মন্ত্রী আরও বলেন, এর মানে এই না যে আমি আপনাদের শিয়াল বলছি। তবে এটাও ঠিক, আপনারা শিয়ালের চেয়েও ধূর্ত।

আরও খবর

Back to top button