শ্রীপুরে পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে পড়ে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর আলমের (৪৫) গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি চন্নাপাড়া এলাকায় ভাড়া থেকে মাওনা চৌরাস্তায় লেপ-তোশকের ব্যবসা করতেন।

শনিবার দুপুরে আন্দোলনকারীরা মাওনা ফ্লাইওভারের নিচে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় হাইওয়ে পুলিশের দুটি পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়।

পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

নিহতের আত্মীয় কাজল মিয়া জানান, জাহাঙ্গীর কেওয়া বাজার থেকে তুলা আনতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন। তার মৃত্যু গুলিতে হয়েছে কি না, জানতে পারেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, ওই ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে মারা যেতে পারেন। এর বেশি কিছু বলা যাচ্ছে না।

আরও খবর

Back to top button