গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ি অস্ত্র ও গাঁজা নিয়ে কারাগারে!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তাদেরকে শুক্রবার গ্রেফতারের পর শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্তরা হলেন নগরীর ছোট দেওড়া এলাকার গাড়িচালক আবু নাঈম (২৮) ও শান্তিপল্লী এলাকার পরিচ্ছন্নতাকর্মী আশরাফ (৩০)।

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারাগারের ভেতর থেকে ময়লা নেওয়ার জন্য গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি প্রবেশ করে। এ সময় কারারক্ষীরা গাড়ি তল্লাশি করলে লম্বা দুটি দা, একটি চাকু ও স্কচটেপে পেঁচানো দুটি গাঁজার প্যাকেট পাওয়া যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন জানান, কারা কর্তৃপক্ষ ওই দুজনকে থানায় হস্তান্তর করে। পরে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Back to top button