কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন : ২ কারখানায় ভাঙচুর, ১৬ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে দুটি পোশাক কারখানায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ১৬টি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ডমিল এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রমিকরা সকাল থেকে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। দুর্বৃত্তরা প্রথমে ফর্টিস পোশাক কারখানায় ঢুকে ভাঙচুর চালায় ও কারখানা চত্বরে থাকা তিনটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

পরে দুর্বৃত্তরা লিডা টেক্সটাইলে ঢুকে কারখানার গ্লাস ভাঙচুর এবং চারটি প্রাইভেটকার, দুটি কন্টেইনারবাহী গাড়ি ও একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা একটি মালবাহী ট্রাক ও পিকআপে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ধাওয়া দিলে দফায় দফায় সংঘর্ষ হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker