গত ১৬-১৭ বছর যত অন্যায় হয়েছে, ৯০ ভাগ হাসিনা করেছে : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গত ১৬ থেকে ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেকে মনে করেন, আওয়ামী লীগের সরকার, আমি বলব না।

তিনি বলেন, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল। যত কিছু অন্যায় করেছে, তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে।

কাদের সিদ্দিকী বলেন, এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সে জন্য বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ডাকাতদের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন জানি হয়ে গেছে। মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহিনীর গায়ে ডাকাত ও লস্কর চোর আঘাত হানতে পারে। তাহলে বুঝতে হবে, সমাজে আইন-কানুন বলতে কিছু নেই।

তিনি বলেন, আমি রাজনীতিকে ইবাদতের মত মনে করে রাজনীতি করি। এ জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি, প্রচুর অসম্মানও পেয়েছি।

কাদের সিদ্দিকী আরও বলেন, এত দিন বেঁচে না থাকলে গালাগালি শুনতাম না। আমি যদি একাত্তরের যুদ্ধ করতে না পারতাম, যারা গালাগালি করেন, তাদের অধিকাংশের জন্ম হয়তো পাকিস্তানের জারজ হিসেবে হতে পারত।

আরও খবর

Back to top button