সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের টার্গেট এবার বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদক : এশিয়ার বাইরের দলের সঙ্গে ম্যাচ খেলার আকাঙ্ক্ষা জানিয়েছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।
শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তিনি এ আকাঙ্ক্ষার কথা জানান।
কৃষ্ণা রানী সরকার প্রধান উপদেষ্টাকে বলেছেন, এশিয়ার বাইরে যেন একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করা হয়। বিশেষ করে মেয়েদের সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার বিপক্ষে খেলতে চান তারা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ড. মুহাম্মদ ইউনূস বিজয়ী খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগের সঙ্গে শুনে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি গোটা জাতির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের জন্য অধিনায়ক সাবিনা খাতুন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা নিজেদের সম্মানিত বোধ করছেন। তবে যা বেতন পান, তা দিয়ে পরিবারকে পর্যাপ্ত সহায়তা করতে পারেন না।