এইচএসসিতে অটো পাসের দাবিতে শিক্ষা বোর্ডে ভাঙচুর, কর্মকর্তারা অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা ঘোষিত ফলাফল বাতিল করে অটো পাসের দাবিতে বিক্ষোভ করেছেন।
রবিবার বিক্ষোভ শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে ভাঙচুর ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের জানান, পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে তার কক্ষ ভাঙচুর করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান করছেন।
এর আগে বেলা ১১টা থেকে শিক্ষা বোর্ডের সামনে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে অনেক নারী অভিভাবকও যোগ দেন। বেলা পৌনে দুইটার দিকে তারা গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
এ সময় শিক্ষা বোর্ডের কর্মচারীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন আহত হন।