আ.লীগ আমলে ১১ শীর্ষ নেতার বিচারিক হত্যাকাণ্ড হয়েছে : গাজীপুরে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটা শহীদ পরিবার থেকে অন্তত একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি দেয়। লড়াই করে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়।
তিনি বলেন, তারা যেন আজীবন কারও করুণার পাত্র হয়ে না থাকে। তার যোগ্যতার বলেই যেন আল্লাহর সাহায্য নিয়ে দুনিয়া সামলাতে পারেন। আমরা ন্যায় বিচার চাই।
শুক্রবার গাজীপুরের রাজবাড়ি মাঠে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময় সভায় শফিকুর রহমান এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতের ওপর ইতিহাসের বর্বরতম নির্যাতন হয়েছে। আমাদের ১১ জন শীর্ষ নেতাকে জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
জামায়াত আমির বলেন, আমরা দেখতে চাই, এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টারমাইন্ড, বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্টু রায় দিয়েছেন, এদের কেউ যেন অপরাধ থেকে রেহাই না পায়।
তিনি আরও বলেন, আমরা চাই, ব্যবসায়ীরা তার জায়গায় বসে ব্যবসা করুক। কোন দুর্বৃত্তের সাহস হবে না তার কাছে চাঁদা চাওয়ার। বাজারে স্বস্তি থাকবে, সহনীয় দ্রব্যমূল্য থাকবে।
মতবিনিময় সভায় মহানগর জামায়াতের সভাপতি মুহাম্মদ জামাল উদদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য খলিলুর রহমান, জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ খায়রুল হাসান, মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক প্রমুখ।