গাজীপুরের মির্জাপুর বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মেহেদী হাসান সবুজ : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন-এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মির্জাপুর বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম।
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা জামায়াতের আমির ডা. আলী আকবর ও উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দানেশ শিকদার, হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মুসুল্লী প্রমুখ।