সাবেক ৩ সিইসি ও হাসিনাসহ সব এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সব নির্বাচন কমিশনারসহ বিগত তিনটি নির্বাচনের সব সংসদ সদস্যের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করেন।

বাদীর আইনজীবী কফিল উদ্দিন জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে বিরোধী দলসহ অনেকের অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যারা নির্বাচন কমিশনে ছিলেন, তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীও একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে, তাতে সংবিধানের খেলাপ হয়েছে। বিচারক পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন সাবেক নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী, আবদুল মোবারক, মো. শাহনেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিসুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম, সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button