গাজীপুরে বনভূমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বনভূমি দখল ও সমিতির নামে চাঁদা আদায়ের বিষয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে।

সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার হাফিজুর রহমান সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের নির্বাহী সম্পাদক।

থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হাফিজুর রহমান সোমবার সকালে হোতাপাড়ায় গাজীপুর সদর প্রেসক্লাবে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। উত্তর নয়াপাড়া এলাকার মন্দিরের কাছে পৌঁছলে স্থানীয় আবদুর রহিম ও আবদুল হালিম নয়নের নেতৃত্বে কয়েকজন হামলা চালান। এ সময় মারধর করে তার সঙ্গে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়।

সাংবাদিক হাফিজুর রহমান জানান, সম্প্রতি নয়াপাড়া এলাকায় বনভূমি দখল ও ভূমিহীন সমিতির নামে চাঁদা আদায়ের বিষয়ে তিনি সংবাদ প্রকাশ করেন। এতে বনদস্যুরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়েছে। এখন নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button