কিশোর হত্যা মামলায় সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে শাজাহান খানকে ধানমন্ডি থেকে গ্রেফতারের পর শুক্রবার বিকেলে তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারে বলা হয়, কিশোর আবদুল মোতালিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল। গত ৪ আগস্ট তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।
উল্লেখ্য, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। শাজাহান খান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।