গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপের এক হেলপার নিহত ও তিনজন হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ন্যাশনাল পার্কের ৩ নম্বর গেটের সামনে একটি ট্রাকের ধাক্কায় ওই পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। নিহতের শরীরের খণ্ড খণ্ড অংশ সড়কের ওপর পড়েছিল। এ ঘটনায় ট্রাক ও পিকআপের চালকসহ তিনজন আহত হয়েছেন।
সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার জানান, তারা জাতীয় জরুরি সেবার ৯৯৯ থেকে ফোনে ঘটনাটি জেনেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।