১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪৯ লাখ মানুষ, মারা গেছে ১৫ জন

নিজস্ব প্রতিবেদক : দেশের ১১টি জেলায় আকস্মিক বন্যায় এ পর্যন্ত ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১৫ জন।

শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ১১ জেলায় ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯টি পরিবার পানিবন্দি।

মৃতদের মধ্যে কুমিল্লায় চারজন, ফেনীতে একজন, চট্টগ্রামে চারজন, নোয়াখালীতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজন। তাদের মধ্যে দুজন নারী।

পানিবন্দি বা ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য তিন হাজার ১৭৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এক লাখ ৯৫ হাজার ৩০ জন মানুষ এবং ১৮ হাজার ৯৬টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবার জন্য ৬৩৯টি মেডিকেল টিম কাজ করছে। জেলাগুলোতে এখন পর্যন্ত তিন কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা ও ১৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button