ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন জানান।
তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে বলা হয় যে রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। শেখ হাসিনা সরকারের আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়ের করা কয়েকটি মামলায় রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে।