গাজীপুরে থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা, কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক : ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গাজীপুরে পুলিশের সেবা কার্যক্রম এক সপ্তাহের বেশি বন্ধ ছিল।
অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রবিবার দেশের সকল থানায় অনুপস্থিত পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ দেন।
সোমবার সকাল থেকে গাজীপুর মহানগর পুলিশের সব থানা ও ইউনিটে পুলিশ সদস্যরা যোগদান করেছেন। শুরু হয়েছে সাধারণ ডাইরি ও মামলা গ্রহণসহ সেবা কার্যক্রম।
পুলিশ কমিশনার মাহবুব আলম নগরীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, সবগুলো থানায় শত ভাগ পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন। শিগগিরই নগরবাসীর নিরাপত্তাহীনতার শঙ্কা কেটে যাবে।
এদিকে সহিংসতা চলাকালে পুলিশের লুট হওয়া একটি শটগান শিক্ষার্থীরা উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় জমা দিয়েছেন।
মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজ করছেন।