শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন।
শনিবার বিকেলে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে এ তথ্য জানান।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
প্রধান বিচারপতির নির্দেশনায় ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আন্দোলনের কারণে সেটাও বন্ধ করা হয়।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধান বিচারপতি গত ৪ জুলাই হাইকোর্টের রায় সংক্রান্ত আপিল শুনানিতে বলেছিলেন, এত আন্দোলন কিসের রাস্তায় শুরু হয়েছে? আন্দোলনের চাপ দিয়ে কী রায় পরিবর্তন করবেন?
এদিকে ওবায়দুল হাসানের পদত্যাগের পর বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে।