শেখ হাসিনা আর রাজনীতি করবেন না : বিবিসিকে জয়
নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
তিনি সামরিক হেলিকপ্টারে করে সোমবার বেলা আড়াইটার দিকে ভারতের উদ্দেশে রওনা হন।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটল, তাতে মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন।
জয় বলেন, যখন তার মা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন এটি প্রায় ব্যর্থ একটি রাষ্ট্র ছিল। এটি ছিল একটি দরিদ্র দেশ। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘগুলোর মধ্যে একটি।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা আগরতলা থেকে নয়াদিল্লি গিয়ে অবস্থান করবেন। পরে তিনি লন্ডন গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।