কোটা আন্দোলন : ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৫ জন নিহত
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন নিহত ও কয়েক শত আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে রয়েছেন একজন।
মঙ্গলবার দুপুরের পর দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষ হয়।
ঢাকা কলেজের সামনে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
ডিএমপির নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার রিফাতুল ইসলাম ওই যুবকের মৃত্যুর তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।
চট্টগ্রামের মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর হামলার সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলিবর্ষণ করতে দেখা গেছে। হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে।
নিহত দুজন হলেন ফারুক (৩২) ও ওয়াসিম (২২)। তাদের মধ্যে ফারুক একটি ফার্নিচারের দোকানের কর্মচারী ও ওয়াসিম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ (২২) নিহত হয়েছেন। তিনি কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন।