গাজীপুর আইনজীবী সমিতির কার্যক্রম ডিজিটালাইজড করতে চুক্তি
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যক্রম ডিজিটালাইজড করতে এইচআর সফট বিডির সঙ্গে চুক্তি হয়েছে।
আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও আইটি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রোকমুনুর জামান রনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী সমিতির ওয়েবসাইট, অ্যাকাউন্টস সিস্টেম, ওকালতনামা ও বেইলবন্ড সিস্টেম এবং ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাসিনা আক্তার জাহান বিথী, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ রাশেদ খান সোহেল, লাইব্রেরি সম্পাদক সবুজ মিয়া সাজু, অডিটর আল আমিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি টিটু, ক্রীড়া সম্পাদক বেনজীর আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক জিনাত ফেরদৌস রত্না, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান নাজমুল প্রমুখ।