কাপাসিয়ায় পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, চেয়ারম্যান জলিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় চেয়ারম্যানসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন উপজেলার টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ জলিল (৬৫) ও উজলী দিঘিরপাড় এলাকার আবদুস সোবহানের ছেলে ফাইজ উদ্দিন (৫৫)।

পুলিশ জানায়, চেয়ারম্যানের ভাই আবদুল জব্বারের ছেলে আমান উল্লাহ উজলী দিঘিরপাড় বাজারের ইজারাদার। তিনি অনুমতি না নিয়েই কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের পাশে গরুর হাট বসিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত আমান উল্লাহকে এক মাসের কারাদণ্ড দেন।

পরে চেয়ারম্যানের নেতৃত্বে ইউএনওকে লাঞ্ছিত করে ও পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় টোক পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই লুৎফুল রহমান বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, চেয়ারম্যানসহ দুই আসামিকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button