গাজীপুর সদরের টিও শামীম ‘দুর্নীতির দায়ে’ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৩ মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এর আগে বিতর্কিত শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের নানা অনিয়ম ও দুর্নীতির ওপর গত ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ঘটনার আড়ালের প্রিন্ট ও ১৪ ফেব্রুয়ারি ঘটনার আড়ালের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদনটি আমলে নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেয়। এ সংক্রান্ত একটি অনুলিপি ঘটনার আড়ালের ভারপ্রাপ্ত সম্পাদককেও দেওয়া হয়।

গত ২৫ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রকিব উদ্দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা ঘটনার আড়ালের ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গেও কথা বলেন।

আরও পড়ুন : গাজীপুর সদরের টিও শামীমের দুর্নীতির তদন্ত করলেন ডিডি

পরে ডিডি মোহাম্মদ রকিব উদ্দিন ঘটনার আড়ালে-তে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা পেয়ে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন দাখিল করেন। সেখান থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণিত অভিযোগসমূহ অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। তার বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মোকদ্দমার তদন্ত কার্যে প্রভাব বিস্তারের আশঙ্কায় জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হল।

উল্লেখ্য, আলোচিত শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ দীর্ঘদিন ধরে গাজীপুর জেলায় পোস্টিং পাচ্ছিলেন। তিনি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চার বছরেরও বেশি সময় ধরে বহাল ছিলেন।

এই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ, শিক্ষকদের বদলিতে ঘুষ নেওয়া, সহকারী শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করাসহ নানা অভিযোগ ওঠে। ভুক্তভোগীরা ২০২০ সালে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের বরখাস্তের খবরে সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরেছে। শিক্ষা প্রশাসনের শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন : দুর্নীতি ধামাচাপা : গাজীপুর সদরের টিও শামীমের খুঁটির জোর কোথায়?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button