গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেলের ‘লিফটে আটকা পড়ে’ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে হাসপাতালটির নতুন ভবনের ৩ নম্বর লিফটে এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম (৫০) কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, মমতাজকে সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্টের সমস্যা ধরা পড়ে।

পরে তাকে ১১ তলা থেকে ৪ তলায় হৃদরোগ বিভাগে নেওয়ার সময় ৯ তলার মাঝামাঝিতে লিফট আটকে যায়। লিফটম্যানদের ফোন দিলে তারা গুরুত্ব দেননি।

পৌনে এক ঘণ্টা আটকে থাকার পর তারা ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন। ততক্ষণে মমতাজ মারা যান।

হাসপাতালের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ওই রোগী অসুস্থ থাকায় লিফটে আটকা পড়ে মারা গেছেন। তারপরও কারও গাফিলতি আছে কি না, তদন্ত করে দেখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button