গাজীপুরে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় স্ত্রী ও শ্বশুরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রবিউল ইসলাম (২৮) টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার তুহিন তালুকদারের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন রবিউলের স্ত্রী কারিমা (২২), শ্বশুর আবুল কালাম আজাদ (৪৫), শ্যালক হুমায়ুন কবির (১৯) ও প্রতিবেশী লিটন (৪৬)।
তারা নগরীর পূবাইল থানার সাতানীপাড়া এলাকায় বসবাস করেন। শ্বশুর আবুল কালামের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার বালুঘাটে।
পুলিশ জানায়, রবিউল এক বছর আগে কারিমাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। গত ৫ মে রাতে রবিউল শ্বশুরবাড়িতে গেলে আবারও ঝগড়া হয়।
এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজন রবিউলকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ওই ঘটনায় রবিউলের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।