বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড : কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চুমুকের ২ মালিক আটক
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার ও চুমুকের দুই মালিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জিসান এবং চুমুকের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ভবনটির নিচ তলার খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।
তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভবন মালিকের অবহেলা আছে কি না-এমন প্রশ্নের জবাবে মহিদ উদ্দিন জানান, মালিক থেকে শুরু করে যার দায় পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ওই ভবনে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু।