শ্রীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ১
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মাওনা ইউনিয়নের বদনীভাঙা এলাকার গোপাটের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মফিজ মন্ডল (৬৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট এলাকার মৃত গোলাম মাওলার ছেলে।
মাওনা পুলিশ ফাঁড়ির এসআই মিন্টু মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী জানান, মফিজ মন্ডল সকালে চালককে নিয়ে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। পথে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডোবায় পড়ে যায়। এতে চালক বেঁচে গেলেও মালিক ঘটনাস্থলেই মারা যান।