দূষণ ও বন দখল রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেব : মন্ত্রী সাবের হোসেন
নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমরা চাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যেন এক নম্বর হয়। এ জন্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করে ১০০ দিনের কর্মপরিকল্পনা করে বাস্তবায়ন করা হবে। বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, প্লাস্টিক-পলিথিন দূষণ এবং পাহাড় কর্তন রোধে অংশীজনদের পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রবিবার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওতাধীন দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, বন দখল রোধে আইনের যথাযথ প্রয়োগ করা হবে। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করব। কর্মকর্তা-কর্মচারীদের তদবির গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, পরিবেশ, বন এবং জলবায়ু টেকসই উন্নয়নের জন্য জরুরি। প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ এই দায়িত্ব আমাকে দিয়েছেন। পরিবেশ মানে শুধু জলবায়ু সম্মেলনে গিয়ে আন্তর্জাতিক দর-কষাকষি না।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, সঞ্জয় কুমার ভৌমিক, ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।