প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

এর মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। আগের একবারসহ তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন পাঁচবার।

এবার মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৭ জন। তাদের মধ্যে নতুন-পুরনো মিলিয়ে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

মন্ত্রীরা হলেন আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, তাজুল ইসলাম, ফারুক খান, হাছান মাহমুদ, দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আবদুস সালাম, ফরিদুল হক খান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুস শহীদ, জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান পাপন, সাবের হোসেন চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং টেকনোক্র্যাট হিসেবে ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রীরা হলেন নসরুল হামিদ বিপু, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন রিমি, রুমানা আলী টুসি, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিবুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button