দলীয় সরকারের সময় ভালো নির্বাচন করা যায়, প্রমাণ করতে হবে : সিইসি
নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের এই যাত্রা কুসুমাস্তীর্ণ নয়। জনগণ ও বহির্বিশ্বের কাছে এ নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বে একটা অংশ নির্বাচন বর্জন করছে। ২০১৪ সালে যখন নির্বাচন বর্জন করা হয়েছে, তখন সহিংসতা হয়েছে। সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সালের নির্বাচনেও কিছু বিতর্ক হয়েছে, যদিও সার্বিকভাবে অংশগ্রহণমূলক হয়েছে। তাই সে সময় কোন চ্যালেঞ্জ ছিল না।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, কিছুদিন ধরে বিতর্ক চলছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। বিতর্কের মধ্যে দেশে বাকবিতণ্ডা হচ্ছে, সহিংসতাও হয়েছে। আগামী নির্বাচনটায় আমাদের বেশি মনোযোগী হতে হবে।
তিনি বলেন, যে কোন মূল্যে আমাদের প্রমাণ করতে হবে, একটা সরকার দায়িত্ব পালনের সময় নির্বাচন কমিশন ভালো নির্বাচনের আয়োজন করতে পারে। সরকার বাধ্য ইসিকে সহায়তা করতে। সরকারের সহায়তা ছাড়া আমরাও নির্বাচন করতে পারি না।
সিইসি আরও বলেন, সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হতে পারে। এটা বড় ধরনের ঝামেলা। প্রথম প্রথম ইউটিউবে যা দেখতাম, অহির মত বিশ্বাস করতাম। এখন দেখি ৯০ শতাংশই বানোয়াট।