নাশকতা : ৫ জোড়া ট্রেন বন্ধ, ২৭০০ আনসার মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান বলেছেন, নাশকতার আশঙ্কায় এখন পর্যন্ত পাঁচ জোড়া ট্রেন বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূঞাপুর, জামালপুর থেকে সরিষাবাড়ী ও যমুনা এক্সপ্রেস আংশিক বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, রেলওয়ে নিরাপত্তা বাড়াতে অ্যাডভান্স পাইলটিং করা হচ্ছে। ২০১৪ সালে যেসব জায়গায় নাশকতা হয়েছিল, সেসব জায়গাগুলোতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ সমগ্র লাইনের কোথায় কোথায় নাশকতা হতে পারে, তা আগাম বলা সম্ভব না।
শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক প্রেস ব্রিফিংয়ে ডিআরএম শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিভিন্ন জেলা-উপজেলায় আনসার মোতায়েন করা হয়েছে। যেহেতু নাশকতার ধরন চেঞ্জ হয়েছে, সেহেতু আরও আনসার মোতায়েন করা হতে পারে। ইতিমধ্যেই দুই হাজার ৭০০ আনসার মোতায়েন করা হয়ে গেছে।