গাজীপুরে রেললাইন কেটে নাশকতা : কাউন্সিলর আজমল ভূইয়াসহ গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের বনখড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন কেটে নাশকতা সৃষ্টির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ট্যাংকিরপাড় এলাকার বাসিন্দা হাসান আজমল ভূইয়া (৫০), জান্নাতুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২৫), জুলকার নাইন আশরাফী ওরফে হৃদয় (৩৫), শাহানুর আলম (৫৩), সাইদুল ইসলাম (৩২) ও সোহেল রানা (৩৮)।
তাদের মধ্যে আজমল ভূইয়া গাজীপুর সদর থানা বিএনপির সাবেক সভাপতি, জান্নাতুল ও মেহেদী বিএনপির কর্মী, সোহেল ছাত্রদলের কাজী আজিমউদ্দিন কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক, শাহীনুর ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, হৃদয় ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাইদুল সদর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাহবুব আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের চাপে ও দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করতে আজমল ভূইয়ার বাড়িতে রেললাইনে নাশকতার পরিকল্পনা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী আটজন মিলে রেললাইনের ২০ ফুট কেটে রাখেন।
জিএমপি কমিশনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে জান্নাতুলকে আটক করা হয়। জোড়পুকুর এলাকার ইবনে সিনহা তোহার বাড়ি থেকে রেললাইন কাটার যন্ত্রপাতি এবং দক্ষিণ সালনা এলাকার উসমান গণির ভাড়া দেওয়া বাঁশ বাগান রেস্টুরেন্ট থেকে দুটি গ্যাস সিলিন্ডার মাইক্রোবাসে করে নিয়ে রেললাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়।
উল্লেখ্য, ওই রেললাইন কেটে রাখার ফলে গত বুধবার ভোরে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চালকসহ ১২ জন আহত হন।