টঙ্গীতে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন।

শনিবার সকালে টঙ্গী পূর্ব থানার ফকির মার্কেট এলাকার আইএফএল গার্মেন্টসের নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচার গ্রামের কছিম উদ্দিনের ছেলে আয়নাল (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাজলা গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)।

তাদের মধ্যে আয়নাল ওই কারখানার নিরাপত্তা প্রহরী ও আশরাফুল নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিক। আয়নাল মরকুন মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, ওই দুজন কারখানার পক্ষ থেকে লোহার রড দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে যান। এ সময় রডটি পাশের বিদ্যুতের তারে লেগে তারা গুরুতর আহত হন। পরে কারখানার লোকজন তাদেরকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button